জাতীয়রংপুরসারাবাংলা

তথ্য অধিকার আইনে শাস্তির মুখে কর্মকর্তা

জনপদ ডেস্ক: তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদনকারীর প্রয়োজনীয় সব তথ্য প্রদানযোগ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদানে বিলম্ব করায় রংপুর মেডিকেল কলেজের পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। একইসাথে বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দেয় কমিশন।

সোমবার (২২ জানুয়ারি) তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।

তথ্য কমিশনে আজ ১০টি অভিযোগের শুনানি করে ১০টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।

একটি অভিযোগে ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করায় রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের পরিচালককে সতর্ক করে কমিশন। একই সাথে সতর্কের বিষয়টি পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দেওয়া হয়।

অপর একটি অভিযোগে ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদান না করায় চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজারকে সতর্ক করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button