নওগাসারাবাংলা

নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর: শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ উপজেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

প্রশাসক ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে কলেজ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন। তিনি অধ্যক্ষ হওয়ার পর একবার ছাড়া উপজেলা পর্যায়ে প্রতিবারই শ্রেষ্ঠ হয়েছেন। এছাড়াও ২০১৯ ও ২০২২ সালেও নওগাঁ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।

তিনি এ প্রতিষ্ঠানে জন্মলগ্ন থেকেই অধ্যক্ষ হিসেবে অত্যান্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর প্রচেষ্টার কারণে।

এই খ্যাতি অর্জনের জন্য এলাকার সাধারণ জনগণসহ কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী অভিনন্দন জানিয়েছেন।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হতে পারি এবং দেশের সেবা করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button