বাগেরহাটসারাবাংলা

সুন্দরবনের খালে ভাসছে বাঘের মরদেহ

জনপদ ডেস্ক: সুন্দরবনের মরা পশুর খাল ও জোংড়া খালের মাঝামাঝি এলাকায় একটি বাঘের মরদেহ ভাসতে দেখা গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে স্থানীয় বনজীবীরা বাঘের মরদেহটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। বন বিভাগ বাঘটির মরদেহ উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

তিনি বলেন, সুন্দরবনের মরা পশুর খাল ও জোংড়া খালের মাঝামাঝি এলাকায় একটি বাঘের মরদেহ ভাসছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে মৃত বাঘটি উদ্ধার করে করমজলে নিয়ে আসার জন্য সেখানে বন কর্মীরা পৌঁছেছেন। তবে কি কারণে বাঘটি মারা গেল তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

হাওলাদার আজাদ কবির বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বাঘটির পোস্টমর্টেম করার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। বাঘটি অনেকটা ফুলে উঠেছে, শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন হয়েছে বাঘটি মারা গেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button