জাতীয়

রাস্তা বন্ধ করে মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন, ভোগান্তি সাধারণ জনগণের

জনপদ ডেস্ক:

রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে সকাল থেকেই আসতে শুরু করেন বিএনপি দলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনোনয়ন প্রার্থীদের সংখ্যাও বাড়তে শুরু করেন। ঢাকার বাইরে থেকেও লোকজন আসতে থাকে, ফলে এক পর্যায়ে রাস্তায় মানুষের ভিড় বেড়ে যানজট দেখা দেয়। বিএনপি পার্টি অফিস থেকে শুরু করে বিজয়নগর, পল্টন, কাকরাইল এছাড়াও আশেপাশের রাস্তাগুলোতে যানজট দেখা দেয়। এসময় রাস্তার যানজট নিরসনে মাইকিং করতে দেখা যায়।

মনোনয়ন বিক্রি হলেও রাস্তায় নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে শোডাউন করে। আর এর ফলেই মূলত যানজটের সৃষ্টি। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ।

একজন বলেন, নির্বাচন করবেন তারা, মনোনয়ন করবেন তারা আর ভোগান্তি আমাদের। প্রায় ঘন্টাখানেক বসে বসে এদের মিছিল দেখছি।’

আরো একজন বলেন, পুরো রাস্তা জ্যাম করে রাখছে এই মিছিল করতে যেয়ে। বাসে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি।’

এদিকে সাদা পোশাকের পাশাপাশি পুলিশের একটি টিম দেখা গেছে নয়াপল্টন বিএনপির পাশে দাঁড়িয়ে থাকতে। তবে রাস্তার যান চলাচল স্বাভাবিক করতে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি।

বিএনপির দফতর সূত্রে জানা গেছে- বেলা ১২টা পর্যন্ত শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে।

তিনটি আসনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। এরপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য নেতাকর্মীরা যার যার আসনের জন্য ফরম সংগ্রহ করেন। এসময় মির্জা ফখরুল দাবি করেন, দেশে এখনো নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button