Lead Newsজাতীয়

হিট স্ট্রোকে আরও একজনের মৃত্যু, মোট মৃত্যু ১১

জনপদ ডেস্ক: দেশে তীব্র তাপপ্রবাহের কারণে গত ২৪ ঘণ্টায় হিট স্ট্রোকে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র।

মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, গত ২২ এপ্রিল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নয় দিনে সারা দেশে ১৬ জন হিট স্ট্রোক করেছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়ও দুইজন হিট স্ট্রোক করেছেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সূত্রটি আরও জানায়, গত এক দিনে হিট স্ট্রোকে মারা যাওয়া নারীর নাম শারমিন আক্তার। হিট স্ট্রোক করে তিনি নিজ বাসাতেই মৃত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রামে ফটিকছড়ির বাসিন্দা।

অধিদপ্তরের তথ্য বলছে, হিট স্ট্রোকে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ দুইজন। এছাড়া, একজন করে মারা গেছে খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও মাদারীপুরে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button