জাতীয়

পুরো জাতির চাওয়া একটা সুষ্ঠু নির্বাচন: ইসি আলমগীর

জনপদ ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমাদের চাওয়া, পুরো জাতির চাওয়া একটা সুষ্ঠু নির্বাচন। আমরা সেই লক্ষে কাজ করছি। শরীয়তপুরের তিনটি নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সিসি ক্যামেরা থাকবে না, এজন্য কোনো বাজেট নাই। আশা করি তাপপ্রবাহ নির্বাচন পর্যন্ত থাকবে না। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের যা যা করা দরকার তা করা হবে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় শরীয়তপুরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি আলমগীর।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা নির্বাচন আব্দুল মান্নান সহ নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আরও অনেকে বক্তৃতা করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button