সারাবাংলাসিলেট

সিলেটে আইসোলেশনে ভর্তির এক ঘণ্টা পর কিশোরীর মৃত্যু

জনপদ ডেস্ক: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তির এক ঘণ্টার মধ্যে এক কিশোরী মারা গেছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় ১৬ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি জানান, দুপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় ওই কিশোরী। তাকে করোনা আইসুলেশন সেন্টারে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। বিকাল ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়। মৃত কিশোরীর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।

কিশোরীর পারিবারের লোকদের বরাত দিয়ে সিভিল সার্জন বলেন, প্রায় এক মাস ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল সে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজই তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button