সারাবাংলাসিরাজগঞ্জ

গ্যাস পাইপের ভেতরে ২ ঘণ্টা আটকে ছিলেন সোহাগ

জনপদ ডেস্ক: সিরাজগঞ্জ সদরে শিল্পপার্কে গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করতে গিয়ে পাইপের ভেতরে বালুচাপা পড়ে আটকে পড়েছে মো. সোহাগ নামে এক শ্রমিক। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শ্রমিক মো. সোহাগ ভোলা জেলার শশিভুষণ থানার রসুলপুর গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, শিল্পপার্কে গ্যাস সঞ্চালন পাইপ স্থাপন করতে গিয়ে পাইপের মাথায় শরীরের অর্ধেক বালুচাপা পরে আটকা পরে সোহাগ। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভেকু মেশিন দিয়ে বালি সরিয়ে পাইপের মধ্য থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে বগুড়ায় রেফার্ড করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button