ক্যাম্পাসশিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দায়িত্ব গ্রহণ

জনপদ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে এগারটার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অবস্থিত শিক্ষক সমিতির কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীনের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন নব-নির্বাাচিত সহ-সভাপতি অধ্যাপক অধ্যাপক ড. মেহের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরিনসহ নব নির্বাচিত ও সদ্য বিদায়ী সদস্যরা।

গত ১৫ ডিসেম্বর ১৫টি পদের বিপরীতে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীপন্থি প্যানেল থেকে কাজী আখতার হোসেন সভাপতি পদে এবং বিএনপি জামায়াতপন্থি প্যানেল থেকে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়। ১৫ পদের মধ্যে সভাপতি পদসহ ১০টি পদে আওয়ামীপন্থি এবং ৫টি পদে বিএনপি জামায়াতপন্থি শিক্ষকরা জয়লাভ করে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button