ক্যাম্পাস

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি ইবি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক, ইবি: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং দেশটির জনগণের উপর নিপীড়নের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ র‍্যালি এবং সমাবেশ করেছে। সোমবার বেলা ১২ টায় ছাত্রলীগের দলীয় টেন্টে ফিলিস্তিনের পতাকা উত্তোলন এবং র‍্যালি বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টেন্টের সামনে এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

সমাবেশ উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, রাকিবুল ইসলাম ও আরিফুল ইসলাম খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এ দেশের জনগণের প্রতি জুলম নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সমাবেশ র‍্যালি করেছে শাখা ছাত্রীলীগ। আমরা সমাবেশে স্পষ্ট ভাষায় বলতে চাই অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র এবং জনজণের প্রতি জলুম বন্ধ করতে হবে। বিশ্বের ছাত্র সমাজসহ বিশ্ব নেতাদের এ সংকট উত্তরণে ভূমিকা রাখার আহ্বান জানাই।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button