ঢাকাময়মনসিংহসারাবাংলা

দুই ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

জনপদ ডেস্কঃ ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোয়া ৩টার দিকে জামালপুর এক্সপ্রেস ময়মনসিংহে পৌঁছায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জামালপুর এক্সপ্রেস পিছিয়ে গিয়ে তিন বগি জোড়া লাগিয়ে সোয়া ৩টার দিকে ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়। সেখানে মেরামতের কাজ চলছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button