নীলফামারীসারাবাংলা

নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি

জনপদ ডেস্ক: নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সোমবার সকাল ৬টা থেকে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর পানি বৃদ্ধি পেতে থাকে যা আজ সোমবার সকাল ৬টা থেকে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী ডিমলা উপজেলার প্রায় ১০টি ইনিয়নের বেশ ক’টি গ্রাম প্লাবিত হয়ে ওইসব গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলা জানিয়েছেন, পানি নিয়ন্ত্রণের জন্য ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button