অপরাধসারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে অস্ত্র জব্দ, ২ ভাই আটক

জনপদ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র জব্দ করা হয়েছে। এসময় দুই ভাইকে আটক করে বিজিবি।

তারা হলো জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি গ্রামের মোর্শেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০) ও তার ভাই দেলোয়ার হোসেন (২৫)।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র সদর দপ্তর গোবরাতলায় প্রেস ব্রিফিংয়ে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলম কিবরিয়া জানান, বৃহস্পতিবার রাত ২টা থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ি গ্রামে দুটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে তিনি নিজে এবং উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম নেতৃত্ব দেন। পৌনে তিন ঘণ্টার অভিযানে কয়েকটি বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয় এবং আটকদের বাড়ি তল্লাকালে আমেরিকার তৈরি ১টি ৭.৬৫ মি মি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন পাওয়া গেলে তাদেরকে আটক করা। এসময় ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button