অপরাধসারাবাংলা

স্বর্ণালংকার চুরি: চক্রের ৩ নারীকে কারাদণ্ড

জনপদ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে তিন নারী চোরকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার কামাল মিয়ার স্ত্রী শিফা (৩৫), আজিব আলীর স্ত্রী জাহেদা (৫০) ও ফেরদৌস মিয়ার মেয়ে ফাতেমা (২২)। তাদের আশুগঞ্জ থানা পুলিশের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত এই চক্রটি আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় টিকেটের জন্য লাইনে দাঁড়ানো নারীদের ঘেরাও করে কৌশলে তাদের স্বর্ণালংকার চুরি করে। এরই ধারাবাহিকতায় আজ সকালেও তারা হাসপাতালে এসে নারীদের কাছ থেকে স্বর্ণালংকার চুরি করার চেষ্টা করছিলেন। পরে তা সিসি ক্যামেরা ও আগত রোগীদের মাধ্যমে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

এ প্রসঙ্গে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, ‘দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৮ মোতাবেক আটককৃত নারীদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button