সারাবাংলা

পদ্মায় ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট, কারেন্ট জাল জব্দ ও দুই জেলের অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মানদীতে ইলিশের জাটকা সংরক্ষণে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট নিয়ে অভিযান চালিয়েছে মৎস দপ্তর।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সুলতানগঞ্জ ঘাট হতে উজানে রানীনগর পর্যন্ত অভিযানে ২ হাজার মিটার দৈর্ঘ্যর ২টি কারেন্ট জাল ও ১ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটকের পর ৩ শত টাকা করে অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।

অভিযানে অংশ নেয়া সদর উপজেলা সিনিয়র মৎস অফিসার মাসুদ রানা বলেন, অভিযান শেষে জব্দ কারেন্ট জাল সুলতানগঞ্জ ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ ইলিশ সদর উপজেলার অনুপনগর ইউনিয়নের মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button