অপরাধটপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

দুর্গাপুরে স্ত্রীকে হত্যা সন্দেহে স্বামী ও সতিন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে স্ত্রীকে হত্যার সন্দেহে স্বামী ও সতীনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে দুর্গাপুর থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে, ২৪ ( জানুয়ারি) রবিবার ভোররাতে উপজেলার শ্রীধরপুর আংরার বিল এলাকায়।
রবিবার সকাল ৯টারদিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বামী ও সতীনের পরিকল্পিত হত্যার সন্দেহে স্বামী আব্দুল লতিফ (৫০) ও আব্দুল লতিফের চতুর্থ স্ত্রী মৃতের সতীন আসমা (৩২) কে আটক করে থানায় নিয়ে আসে থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানাযায়, দুর্গাপুর উপজেলার শ্রীধরপুর আংরার বিল এলাকায় মাড়িয়া ইউনিয়নের কিসমত মাড়িয়া গ্রামের বাবু নামের একব্যাক্তির পুকুর পাহারাদারের কাজ করতো নাটোর জেলার আহম্মদপুর এলাকার আব্দুল লতিফ মোল্লা। পুকুর পাহারার দেওয়ার সুবাদে পুকুরের পাড়েই একটি খুপড়ি ঘর তুলে সেখানে তৃতীয় স্ত্রী সাগরী বেগম (৩৫) কে নিয়ে বসবাস করতো।

এলাকাবাসী ও মৃতের ভাই আসলাম শেখ জানায়, প্রায়ই সময় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আব্দুল লতিফ ২মাস পূর্বে নারায়ানপুরের বারীর কন্যা আসমা (৩২)কে গোপনে বিয়ে করে।

গত এক সপ্তাহ পূর্বে বিষয়টি জানাজানি হলে তৃতীয় স্ত্রী সাগরী বেগম স্বামী আবার বিয়ের করার বিষয়টি মেনে নিতে না পেরে স্বামীকে গালিগালাজ করতে থাকে।

গত ২২ জানুয়ারী শুক্রবার বিকেলে স্বামী আব্দুল লতিফকে তার অনুমতি না নিয়ে বিয়ে করায় আদালতে মামলা করবে বলে হুমকি দেয় সাগরী বেগম।

বিষয়টি নিয়ে স্ত্রী সাগরী বেগম আর যেন বাড়াবাড়ি না করতে পারে সে বিষয়টি নিয়ে চতুর্থ স্ত্রী আসমার সাথে পরিকল্পনা করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় মৃত সাগরীর ভাই আসলাম শেখ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে দুর্গাপুর থানা পুলিশ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, পারিবারিক কলহের জেরধরে স্বামী লতিফ ( ৪৫) তার স্ত্রী ও মৃতের সতীন আসমা(৩৮) সাথে যোগসাজশ করে শাস্বরুদ্ধ করে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button