সারাবাংলা

ভৈরবে র‌্যাবের অধিনায়ক ও সহকারী অধিনায়ক করোনায় আক্রান্ত

জনপদ ডেস্কঃ ভৈরবে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিপিসি ৩-এর অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সহকারী অধিনায়ক চন্দন দেবনাথ।

তারা দুজন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা চিকিৎসা নিচ্ছেন।

রোবাবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

জানা গেছে, গত ৭ জুন তারা দুজন নমুনা দিলে ১১ জুন রিপোর্ট পজিটিভ আসে।

র‌্যাব ক্যাম্পের সহকারী অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, গত ২৬ মার্চ থেকে আমরা মানুষের সেবা দিতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছি। বিশেষ করে লিবিয়ায় বাংলাদেশি ২৬ জন মারা গেলে সেখানে ভৈরবের ৬ জন নিহত ও তিনজন আহত হন।

এ ব্যাপারে ভৈরব থানায় মামলা হলে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ধরতে অনেকের বাড়িতে অভিযান চালিয়েছি। তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। এ কারণে অনেকের সঙ্গে মিশতে গিয়েই আক্রান্ত হয়েছি বলে তিনি মনে করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, গত ১০ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত ভৈরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৭ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ছয়জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button