টপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

রাজশাহীতে সুস্থ ৩৩ আক্রান্ত ১২৪

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলায় এ পর্যন্ত ১২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। মারা গেছেন তিনজন। আর চিকিৎসা নিচ্ছেন ৯১ জন।

রোববার দুপুরে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজশাহী মহানগরীতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন পাঁচজন। মারা গেছেন একজন। আর আইসোলেশনে আছেন ৪০ জন। নগরীর বাইরে সর্বোচ্চ ১৫ জন শনাক্ত হয়েছেন জেলার তানোর উপজেলায়। এখানে সুস্থ হয়েছেন চারজন।

সবচেয়ে কম একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন গোদাগাড়ী উপজেলায়। তিনি এখনও করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। বাঘায় শনাক্ত হয়েছেন ৯ জন। এদের মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন তিনজন। চারঘাটে শনাক্তের সংখ্যা ১৪ জন। এখানে কেউ মারা যাননি। সুস্থ হয়েছেন দুজন।

প্রথমে তিনজন আক্রান্ত ব্যক্তি শনাক্তের পর সবাই সুস্থ হয়েছিলেন দুর্গাপুর উপজেলায়। পরে নতুন করে আরেকজন শনাক্ত হয়েছেন এ উপজেলায়। তিনিই এ উপজেলায় একমাত্র আইসোলেশনে আছেন। বাগমারায় এ পর্যন্ত ১০ জনের করোনা ধরা পড়েছে। এখানে সুস্থ হয়েছেন তিনজন।

মোহনপুর উপজেলায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৯ জন। এদের মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন চারজন। পবায় শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। বাকি চারজন লড়ে যাচ্ছেন করোনার বিরুদ্ধে।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গত ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এর পর এ উপজেলা করোনামুক্ত হয়েছিল। পরে নতুন করে শনাক্ত হয়েছে সংক্রমণ। এ পর্যন্ত পুঠিয়ায় মোট শনাক্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন সাতজন। বাকিরা আইসোলেশনে থেকেই করোনার বিরুদ্ধে লড়ছেন।

সিভিল সার্জন জানান, করোনার ছড়িয়ে পড়া রোধে গেল মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ৯৬৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯২৯ জন। রাজশাহী মহানগরীতে এখনও ৩৮ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button