রাজশাহীসারাবাংলা

আদমদীঘিতে ওএমএস কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, আদমদিঘী বগুড়া: বগুড়া জেলার আদমদীঘিতে ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সারা দেশের ন্যায় বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে সকাল সাড়ে ১০টার সময় ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

জানা যায়, সান্তাহার পৌরসভার নতুন বাজার, দৈনিক বাজার, মালশন এবং খাড়িরপুল পয়েন্টে শুক্র ও শনিবার বাদে প্রতিদিন প্রতি ডিলার দুই মেট্টিক টন করে মোট ৮ মেট্টিক টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রম চালাবে। দরিদ্র শ্রেনির একজন ভোক্তা সর্বচ্চো পাঁচ কেজি চাল কিনতে পারবেন। সেই সাথে টিসিবি’র ফ্যামিলী কার্ডধারীরা পাঁচ কেজি করে ১৫ দিন পর পর মাসে দুইবার ওএমএস’র দোকান থেকে ওই দামে চাল কিনতে পারবেন বলে জানিয়েছেন আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানী।

এদিন সকাল ১০টায় শহরের খাড়িরপুল পয়েন্টে মেসার্স মনোয়ার জাহিদ রোকন ডিলারের দোকানে ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট, খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানী, সান্তাহার সিএসডি’র ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, সাংবাদিক খায়রুল ইসলাম, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকনসহ আরো অনেকে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button