পরিবেশ ও জীববৈচিত্র্য

কাদা পানিতে ডুবে বন্য হাতির মৃত্যু

জনপদ ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় পাহাড়ি লেকের কাদা পানিতে ডুবে একটি বন্য হাতির শাবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের আধাঁরে হাতির পাল বাগানের ভেতর দিয়ে লেক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার বিকালে লামা বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস.এম কায়সার জানান, আনুমানিক তিন বছর বয়সী হাতির শাবকটি রুগ্ন ছিল। তাই কাদা পানিতে পড়ে গেছে আর উঠতে পারে নি।

তিনি আরও বলেন, লামা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থলে মৃত শাবকটির সুরতহাল প্রতিবেদন ও ভিসেরা সংগ্রহ করেছে। সেগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম পাঠানো হবে। এ ঘটনায় লামা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্থানীয়রা বলেন, ১০/১১ বছর আগে একই জায়গায় আরেকটি বড় হাতি মারা গিয়েছিল। পরে জানা যায় সে হাতিটি অ্যানথ্রাক্স আক্রান্ত ছিল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button