পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ার সবুজে মিলিয়ে গেলো কলার আড়তে উদ্ধার গোখরাটি

মৌলভীবাজার প্রতিনিধি: অবশেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সবুজের মধ্যে মিলিয়ে গেল শ্রীমঙ্গলের কলার আড়ত থেকে উদ্ধার করা সেই গোখরার বাচ্চাটি।

বুধবার (১১ সেপ্টেম্বর) শেষ বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপের এ বাচ্চাটিকে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান এবং বনবিভাগের কর্মীরা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, প্রথমে সিদ্ধান্ত ছিল কিছুদিন পরে ছাড়া হবে। কিন্তু পরে কয়েকটি বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এ সাপটির খাদ্যতালিকা সম্পর্কে আমরা তেমনভাবে ওয়াকিবহাল নই। তাই দ্রুত অবমুক্ত করা হয়েছে।

সাপটি সম্পূর্ণভাবে সুস্থ এবং প্রকৃতি থেকে সে তার খাদ্য সংগ্রহ করতে পারবে বলে জানান সজল দেব।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের নতুন বাজারের কলার আড়ত থেকে উদ্ধার হওয়া সাপটির ছবি প্রকাশিত হয়। এরপর বন্যপ্রাণী বিশেষজ্ঞরা নিশ্চিত হন এটি গোখরা সাপের বাচ্চা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button