ক্যাম্পাসশিক্ষাসারাবাংলা

ইবিতে ইংরেজি বিভাগের পুর্ণমিলনী

নিজস্ব প্রতিবেদক, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০মার্চ) বেলা পৌনে ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে আনন্দ র‍্যালি বের করে বিভাগটি। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূুর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এসে মিলিত হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ এ কে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো শাহিনুর রহমান ও ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান।

আলোচনা সভায় উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ইংরেজি বিভাগের অ্যালামনাই যারা আছেন তারা অনেক ভালো জায়গায় কাজ করছেন। এছাড়া তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। আরও যতোদিন যাবে ইংরেজি বিভাগ ততো সমৃদ্ধ হবে। এছাড়া তারা সমাজে, দেশে কিংবা দেশের বাইরে নেতৃত্ব দিচ্ছে। তাদের কারণে বিশ্ববিদ্যালয় অনেক সুনাম অর্জন করেছে।

পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠনটির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button