রাজনীতি

নিত্যপণ্যের উচ্চমূল্য শ্রমিক ও জনগণের জন্য অভিশাপ : ইনু

জনপদ ডেস্কঃ জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লোপাট, অপচয় বন্ধ করতে পারলে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরি দেওয়া সম্ভব। নিত্যপণ্যের উচ্চমূল্য শ্রমিক ও দেশের জনগণের জন্য অভিশাপ।

বুধবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষ্যে জাসদ চত্বরে শ্রমিক সমাবেশ ও সমাবেশ শেষে লাল পতাকা মিছিল শেষে এসব কথা বলেন তিনি৷

ইনু বলেন, বাজার সিন্ডিকেট দমন ও ধ্বংস, বিদেশে টাকা পাচার বন্ধ, ব্যাংকের অর্থলোপাটকারীদের শাস্তি নিশ্চিত করা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে শ্রমিক ও জনগণকে এ অভিশাপ থেকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লোপাট, অপচয় বন্ধ করে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে৷

বিশেষ অতিথির বক্তব্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, শ্রম কখনও সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র না। স্বাধীনতার এত বছর পরেও আমরা কর্মস্থলে, নারী ও পুরুষ শ্রমিকের সমকাজে সমমজুরি নিশ্চিত করতে পারিনি।

শ্রমিক জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে, শ্রমিকের ৮ ঘণ্টা বিশ্রাম ও ৮ ঘণ্টা বিনোদন নিশ্চিত করা; বাজার দর ও জীবন-যাপন অনুযায়ী জাতীয় নূন্যতম মজুরি আইন করে বাস্তবায়ন করা; দুর্যোগে কর্মহীন শ্রমিকের ভাত-কাপড় নিশ্চিত করার জন্য আইনি কাঠামো তৈরি করা; শিল্প কলকারখানায় রেশনিং ব্যবস্থা চালু করা; কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা; আইএলও কনভেনশন ১৮৯/কনভেনশন ১৯০ অনুসমর্থন করার জন্য সরকারে প্রতি দাবি জানিয়েছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button