আবহাওয়াজাতীয়টপ স্টোরিজ

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত

জনপদ ডেস্ক: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসছে শীত। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে বিভিন্ন এলাকা। হঠাৎ করেই কুয়াশা বেড়ে যাওয়ায় অনুভুত হচ্ছে শীতের তীব্রতা।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ জেলায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এতথ্য জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

আবহাওয়া অফিস জানান, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছে ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। কুয়াশার কারণে শীত বেশি অনুভুত হচ্ছে।

আবহাওয়ার পূর্ভাবাস বলছে, সামনের দিকে তাপমাত্রার আরও কমবে। চলতি মাসের শেষের দিকে বইতে পারে মৃদু শ্যৈত্যপ্রবাহ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button