জাতীয়

পিডিবির বকেয়া ৩৩ হাজার কোটি টাকার বেশি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জনপদ ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা পাবে বিদ্যুৎ সঞ্চালন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে সরকারি বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন কোম্পানিগুলোর ফেব্রুয়ারি পর্যন্ত পাওনা ১০ হাজার ৩৯১ কোটি ৪৩ লাখ টাকা। এছাড়া বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর একই সময়ের পাওনা ১৫ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকা।

আজ মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রতিমন্ত্রী জানান, যৌথ উদ্যোগে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পিডিবির কাছে পাবে ২ হাজার ৪১৭ কোটি ৬৪ লাখ টাকা। পাশাপাশি আদানিসহ ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য বিভিন্ন কোম্পানির পাওনা ৫ হাজার ২৯৭ কোটি ৪৭ লাখ টাকা।

সম্প্রতি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ব্যাংকের কাছে দায় ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা ভর্তুকির বিপরীতে বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি। ২০০৯ সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত ২৬ হাজার ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ফলে স্থাপিত বিদ্যুতকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ক্যাপটিভসহ ৩০ হাজার ২৭৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে। গত ৩০ এপ্রিল সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় ঘাটতি না থাকলেও কোভিড-১৯ মহামারি পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এর ফলে কিছু কিছু স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে। এছাড়া অত্যধিক গরম ও দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ থাকার কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক বেড়েছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। আশা করছি অচিরেই সবাইকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সক্ষম হবো।

সরকার দলীয় সংসদ সদস্য আহমদ হোসেনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ গভীর সমুদ্রে খনিজ সম্পদ আহরণে নিলাম আবেদনে গেছি। এরই মধ্যে আমরা টেন্ডারে গিয়েছি। এক্সন মবিল, শেভরনসহ ১৭টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। তারা টুডি জরিপের ফলাফল নিয়েছে। আগামীকাল (বুধবার) তাদের সঙ্গে প্রি-বিড মিটিং আছে। বিডিং প্রসেস আগামী সেপ্টেম্বরে শেষ হবে। আগামী মাসের মাঝামাঝি সময়ে কোম্পানি নিয়োগ করতে পারবেন বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন তার প্রশ্নে শিল্প প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ার বিষয়ে শিল্প মালিকদের অভিযোগের প্রসঙ্গ তোলেন। একই সঙ্গে বাসা-বাড়িতে অপ্রতুল গ্যাস মিলছে বলে জানান। জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমাদের দেশে দৈনিক উৎপাদিত গ্যাসের পরিমাণ এক হাজার ৭০০ ঘনফুট। আমদানি করা হয় এক হাজার ১০০ ঘনফুট গ্যাস। প্রায় ৩ হাজার ঘনফুট গ্যাস লাইনে দিতে পারছি। তবে আমাদের প্রয়োজন ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৫০০ ঘনফুট, ফলে ঘাটতি ৫০০ ঘনফুট।

কোন শিল্প প্রতিষ্ঠানে গ্যাস পাচ্ছে না তা লিখিতভাবে জানানোর অনুরোধ করে প্রতিমন্ত্রী বলেন, কোনো কোম্পানি গ্যাস পায় না এমন লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা চেষ্টা করছি সেখানে নিরবচ্ছিন্ন গ্যাস দিতে। বাসা-বাড়িতে গ্যাসের সমস্যা আছে, চাপের সমস্যা আছে। সে কারণে আমরা বিকল্প এলপিজি ব্যবহারের কথা বলছি। আমরা বাসা-বাড়িতে গ্যাসের সংযোগ দিচ্ছি না বা দেবো না। আমাদের উদ্দেশ্য হলো পাইপলাইনের গ্যাস শিল্প ও বিদ্যু উৎপাদনে ব্যবহার করবো। এলপিজি বাসা-বাড়ি, গাড়িতে ব্যবহারে পরিকল্পনা ভবিষ্যতে আমাদের রয়েছে।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলেও বৃহত্তর ময়মনসিংহে সমস্যা হচ্ছে। কারণ সেখানে গ্যাসের স্বল্পতা। জামালপুরের দুটো বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ আছে। একটিতে টাকার কারণে এলসি খোলা যাচ্ছে না। অন্যটি অন্য কারণে বন্ধ আছে বলে জানান তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button