ক্যাম্পাসঢাকা

ফারদিন হত্যার সুষ্ঠু তদন্তের দাবি সহপাঠীদের

জনপদ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে বুয়েটের শহীদ মিনারের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা, ‘ক্যাম্পাস নিরাপদ, কিন্তু রাষ্ট্র?’, ‘হাউ টু সারভাইভ ইন দিজ কান্ট্রি?’, ‘নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই’, ‘সুষ্ঠু তদন্ত ও বিচারের নিশ্চয়তা চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়ান।

ফারদিনের এক সহপাঠী মানববন্ধনে বলেন, রাজধানীর মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী তিনদিন নিখোঁজ ছিল। জিডি করার পরও কেন তাকে ট্রেস করা গেল না? এ বিষয়টাই ক্ষুব্ধ হওয়ার জন্য যথেষ্ট। দেশে এভাবে কেন মানুষ মারা যাবে?

মানববন্ধনে বুয়েটের আরেক শিক্ষার্থী বলেন, প্রশ্ন হতে পারে, আমরা পুলিশের উপর শতভাগ বিশ্বাস রাখতে পারছি না? আমরা এটা বলার জন্য ওয়েল ইকুয়েপ্ট না। আমরা তদন্তের উপর আস্থা রাখছি। আমরা আশা করি, পুলিশ হয়ত আমাদের নিরাশ করবে না। এই আশা ছাড়া আমাদের করার কিছু নেই।

রাজনৈতিক কারণে ফারদিন হত্যার শিকার হয়েছেন কী-না তাও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তার সহপাঠীরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button