ক্যাম্পাসরাজশাহীসারাবাংলা

ডা. অর্ণা জামানের পক্ষে বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের বৃক্ষ রোপণ

আশরাফুল অন্তর: চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ক্যাম্পাসকে সুরক্ষা রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ- কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষ রোপনের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করেছে বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি জাতের এসব বৃক্ষ রোপন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে বঙ্গবন্ধু কলেজ এর অধ্যক্ষ কামরুজ্জামান, ছাত্রলীগের রবি সহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, ২১ থেকে ৩০ এপ্রিল ১০ দিনে সারাদেশে ৫ লাখ বৃক্ষ রোপণ করার ঘোষণা দেয় বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাড়াও পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button