আবহাওয়াজনপদ ডেস্কটপ স্টোরিজরাজশাহী

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন দুর্ভোগে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাঘের বৃষ্টিতে শীত জেঁকে বসেছে। গত মধ্যরাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও আজ সকাল সাতটা থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। বৃষ্টির সাথে সাথে শীতের তীব্রতাও কিছুটা বেড়েছে। এতে পদ্মাপারের মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। বেশি বিপাকে পড়েছেন নগরীর ভাসমান ও নিম্নআয়ের মানুষ।

সাহেব বাজার এলাকার অটোচালক রুবেল বলেন, ‘বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষজন নেই। মানুষ ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না তেমন। বাড়িতে বাজারের টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছি আজ।

নিউমার্কেট এলাকার রিকশাচালক মনির বলেন, ‘সকাল থেকে বৃষ্টির কারণে মানষজন ঘর থেকে বের হয়নি। মালিককে দৈনিক ভাড়া ৫০০ টাকা দিতে হবে এবং সেটা দেওয়া কঠিন হবে আজ।

রেলগেট এলাকার ভ্রাম্যমাণ চা বিক্রেতা সোহেল বলেন, আমি প্রতিদিনি ফেরি করে সকালে অন্তত দুই’শ টাকার চা বিক্রি করি। কিন্তু আজ সকাল থেকে ৫০ টাকারও চা বিক্রি হয়নি।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, সকাল সাতটা থেকে সকাল ৭ থেকে ৯টা পর্যন্ত মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ মিলিমিটিার রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী দু একদিন এর মধ্যে মেঘবৃষ্টি কেটে যাওয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে বিদায় নেবে শীত।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button