টপ স্টোরিজরাজনীতিরাজশাহী

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দিবসটি উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে নগরীর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা।

এসময় আওয়ামী লীগের সহযোগী, অঙ্গ সংগঠনের নেতারা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। এসময় ‍উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কামাল ,সাধারন সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সহ সভাপতি মীর ইকবাল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন করেন।

ওই দিন দিল্লি থেকে দুপুর ১টা ৪১ মিনিটে ঢাকার মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু। আনন্দে আত্মহারা লাখ লাখ বাঙালি ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকাল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।

এর পর থেকে দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button