রাজনীতি

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না: মঈন খান

জনপদ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। আজ রোববার (৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতার জন্য আজ সংগ্রাম চলছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সকল দায় দায়িত্ব সরকারের ওপর বর্তায়। কারণ সংবাদপত্রের স্বাধীনতায় বাঁধা দেয় সরকার।

তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরে না আসলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না। সরকার যতো শিগগিরিই এটা উপলব্ধি করতে পারবে ততোই মঙ্গল। এ সময় পাকিস্তানের সরকারের প্রশংসা নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীনরা উল্লাস করে কিন্তু অন্যরা কথা বললে অন্যায় হবে কেন এমন প্রশ্ন তুলেন মঈন খান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button