ক্যাম্পাস

জবিতে ঈদের ছুটি শুরু ১৮ জুলাই

জনপদ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৮ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জবির ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৮ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ১২ দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে। তবে এ সময়ে অনলাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা সমূহ চালু থাকবে।

আরও বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুলাই থেকে আগামী ০৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর ও বন্ধ থাকবে।

এছাড়া আগামী ২৩ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজকর্ম ভার্চ্যুয়ালি সম্পন্ন করবেন। এছাড়া সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালিত হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button