রাজশাহীসারাবাংলা

ডা. অর্ণা জামানের পক্ষে মতিহার থানা ছাত্রলীগের বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় রাজশাহীতেও চলছে তীব্র তাপপ্রবাহ। এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষ রোপনের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫ টায় মেহেরচন্ডী এলাকায় মতিহার থানা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময়, মতিহার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভ শেখ, নগর ছাত্রলীগের সহ সম্পাদক রিয়াদ আল মাহমুদ, ৩০ নং দক্ষিণ ছাত্রলীগ নেতা বিজয়, ৩০ উত্তর ছাত্রলীগের রাব্বি, রউফ, ২৬ নং ওয়ার্ড পূর্বের রুমন পারভেজ, ফজলে রাফি, ২৭ নং ওয়ার্ডের জামিল, ২৮ নং ওয়ার্ড পশ্চিমের পিয়াল আলী, পূর্বের অভি, হামিম, লিমন, রাহাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে, ২১ থেকে ৩০ এপ্রিল ১০ দিনে সারাদেশে ৫ লাখ বৃক্ষ রোপণ করার ঘোষণা দেয় বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাড়াও পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button