সারাবাংলাসিলেট

সিলেট শহরে ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবিতে সড়ক অবরোধ

জনপদ ডেস্ক: সিলেট শহরের ভেতর দিয়ে চলাচলকারী বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ ও আইএইচটি ল্যাবরেটরির ছাত্র ইমতিয়াজ মাহবুব অর্জন নিহতের ঘটনায় দায়ী ট্রাক চালকের শাস্তির দাবিতে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা আম্বরখানা-টিলাগড় সড়কের পূর্ব শাহীঈদগাস্থ টিবি গেইট এলাকায় সড়ক অবরোধ করেন ইন্সটিটিউট হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন তারা।

গত ২২ জানুয়ারি রাতে সিলেট নগরীর চৌহাট্টায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত হন আইএইচটি ল্যাবরেটরির শিক্ষার্থী ইমতিয়াজ মাহবুব অর্জন। এর প্রতিবাদে ও রাতে নগরীতে বেপরোয়া ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করার দাবিতে মঙ্গলবার সকালে টিবি গেইট এলাকায় মানববন্ধন শুরু করেন আইএইচটি’র শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১২টায় পুলিশ কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আইএইচটি’র শিক্ষার্থী আরিফুল ইসলাম জয়, মাহফুজ আহমদ আবির, বিপুল শিকদার, শাহ আলম, নূরনবী ইসলাম রনি, জয় মল্লিক ও শাওন মিনহাজ শুভ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button