আইন ও আদালতসারাবাংলা

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আইনজীবী

জনপদ ডেস্ক: করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদ (৭৩)। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই আইনজীবী মারা যান।

শনিবার দুপুর ১২টার দিকে চন্দনাইশে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন বলেন, আবুল কালাম আজাদ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি মারা গেছেন ।

তিনি জানান, গত ২৩ জুন আবুল কালাম আজাদকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ জুন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও ফলাফল পাওয়া যায়নি।

সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button