পর্যটনসারাবাংলাসিলেট

জাফলংয়ে বাড়ছে ভ্রমণকারী

জনপদ ডেস্ক: বদলে যাচ্ছে জাফলং। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়নসহ পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি হওয়ায় বাড়ছে ভ্রমণকারীর সংখ্যা। বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরাও দারুণ খুশি।

কিছুদিন আগেও পর্যটকরা জাফলং বেড়াতে এসে যাতায়াতসহ অবকাঠামো দুর্বলতায় দুর্বিসহ যন্ত্রণার অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতেন। এই অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে এখন। ফলে বেড়াতে এসে এখন স্বাচ্ছন্দ বোধ করছেন ভ্রমণকারীরা।

পাহাড়ের উপর থেকে পর্যটকদের জাফলংএর জিরো পয়েন্টে নামার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সিঁড়ি ও ওয়াশরুম বানিয়ে দেয়া হয়েছে। আর ১৩০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ ১৮ কিলোমিটার সড়কের সংস্কারের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

সিলেট সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, সবকিছু মিলিয়ে আবহাওয়া আমাদের অনুকূলে থাকলে জুনের মধ্যে আমাদের এই প্রজেক্ট শেষ করা সম্ভব হবে। সিলেট থেকে জাফলংএর দূরত্ব ৫৬ কিলোমিটার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button