বিপিএল

১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে রংপুর

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলে বুধবার দিনের দ্বিতীয় খেলায় ঢাকা প্লাটুনের দেওয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর র‌্যাঞ্জার্স। ঢাকার বোলারদের দাপুটে বোলিংয়ে শুরুতেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে ওয়াটসনের দল। এর আগে তাসকিন-মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ১৪৫ রানে শেষ হয় মাশরাফির দলের ইনিংস।

১৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪ রানের মাথায় ফিরে যান দুই ওপেনার নাইম ও ওয়াটসন। এরপর একে একে ফিরে গেছেন দেলপোর্ট, ফজলে মাহমুদ ও গ্রেগরি। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪০ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে এনামুলের উইকেট হারায় ঢাকা। তিন নম্বরে নেমে অলরাউন্ডার মেহেদি মাত্র ১ রান করে নবীর বলে বোল্ড হয়ে ফিরে যান। এর পরের গল্পটা কেবল ঢাকার ব্যাটসম্যানদের আসা যাওয়ার। মুমিনুল, আসিফ আলী কিংবা থিসারা প্যারেরা কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি।

তবে ওপেন করতে নামা তামিম ছিলেন ব্যতিক্রম। আসা যাওয়ার স্রোতে গা না ভাসিয়ে এক প্রান্ত আগলে রেখে খেলেন তিনি। তাসকিনের বলে ওয়াটসনকে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে করেন ৩৮ বলে ৪০ রান। আটে নেমে শাদাব খান ব্যাটে ঝড় তুললে লড়াই করার পুঁজি পায় ঢাকা। ১৯ বলে ৩১ রান করেন শাদাব।

রংপুরের হয়ে বোলিংয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। অন্যদিকে মুস্তাফিজ নেন ৩৪ রানে ৩ উইকেট। এর ফলে বিপিএলে উইকেট শিকারিদের তালিকার শীর্ষে উঠেছেন মুস্তাফিজ (১৯)।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button