বিপিএল

বিপিএলে ‘ঘরে খেলার’ অনুভূতি হচ্ছে রাজার

স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণায় বেশ চমক দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্বাচকরা ১৬ সদস্যের দলে ডাকেন পেসার রেজাউর রহমান রাজাকে। যদিও অভিষেক ক্যাপটি মাথায় তুলতে পারেননি তরুণ পেসার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। দলটির হয়ে এখন সিলেটে অবস্থান করছেন রাজা। বিপিএল খেলতে সিলেট পর্বে গিয়ে ঘরে ফিরে ঘরের মাঠে খেলার অনুভূতি হচ্ছে রাজার।

সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামে জন্ম নেওয়া রাজা শনিবার এক ভিডিও বার্তায় বলছিলেন, ‘হোম গ্রাউন্ডে খেলা। সবারই একটা সুবিধা থাকে, মাঠ সম্পর্কে একটা ধারণা আছে। ইনশাআল্লাহ সুযোগ পেলে চেষ্টা করবো ভালো করার।’

সঙ্গে যোগ করেন রাজা, ‘হোমগ্রাউন্ডে খেলা এটা একটা সুবিধা মনে করি আমাদের নিজেদের জন্য। যারা আমরা (সিলেটের), মাঠটা পরিচিত। চেষ্টা করবো এই সুবিধাটা যেন নেওয়া যায় আর কী। হোম বলতে আমার বাড়িটাও পাশে, মনে হচ্ছে আমাদের ঘরে খেলছি। অনুভূতিটাই অন্যরকম। তার ওপর আমরা ৫-৬ জন দলে আছি, নিজের বিভাগীয় দলে খেলা। অনুভূতিটাই আলাদা।’

সিলেট-ঢাকার বিভিন্ন একাডেমির দীক্ষা নিয়ে নেট বোলার হয়ে মিরপুর স্টেডিয়ামে আসেন রাজা। গতি, বাউন্সের সঙ্গে অফুরান প্রাণশক্তি মিলিয়ে নজরে পড়েন এইচপির পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকের। তারপর ২০১৯ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর অক্টোবরে সিলেট বিভাগীয় দলের ৩ পেসার এবাদত হোসেন, খালেদ আহমেদ আর আবু জায়েদ রাহীর অনুপস্থিতিতে জাতীয় ক্রিকেট লিগ তথা প্রথম শ্রেণির ক্রিকেটে নাম লেখান রাজা।

তার মতো চট্টগ্রাম শিবিরে সিলেটের আরো ৩ ক্রিকেটার আছেন। তারা হলেন; এনামুল হক জুনিয়র, নাসুম আহমেদ আর জাকির হাসান। এই চার ক্রিকেটারের ঘরের ফেরার মুহূর্তটা অবশ্য সুখকর নয় মোটেও। বিপিএলের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে নেই তাদের দল চট্টগ্রাম। ৮ ম্যাচে ৩ জয়ে মাত্র ৬ পয়েন্ট। পরের পর্বে যেতে হলে বাকি ২ ম্যাচই জিততেই হবে তাদের। বিপিএলে রাজাও নিজেকে মেলে ধর‍তে পারছেন না। ৪ ম্যাচে হাত ঘুরে অর্জন মোটে ২ উইকেট।

তবে ঘরের মাঠের চেনা উইকেটের ফায়দা নিয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী রাজা, ‘অবশ্যই যেহেতু আমাদের হোম গ্রাউন্ড, মাঠ সম্পর্কে উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে, ঐ সুবিধাটাই নেওয়ার চেষ্টা করবো। আমাদের যেহেতু দুইটা ম্যাচ আছে, ম্যাচ বাই ম্যাচ যদি আগাতে পারি তাহলে ভালো হবে। পরবর্তী ম্যাচে আমরা ফোকাস করছি। ম্যাচটা যেন জিততে পারি সেই চেষ্টা করছি আমরা।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button