Breaking Newsখেলাধুলাবিপিএল

বিপিএলের পর্দা উঠছে আজ

জনপদ ডেস্কঃ বছর ঘুরে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চাইবে এবারও শিরোপা ধরে রাখতে। তবে বাকি পাঁচ দলও গুছিয়ে নিয়েছে এবারের শিরোপার দৌড়ের জন্য। প্রথম দিন রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট লড়বে চট্টগ্রামের বিপক্ষে। আর অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের।

বিপিএল মানেই চমক। প্রতিবছরই নানান পরিবর্তন নিয়ে মাঠে গড়ায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এ টুর্নামেন্টটি। তবে প্রতিবারই নানান সমালোচনার মুখ পড়ে। এবারও যেমন আসর শুরু হওয়ার আগেই ডিআরএস না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দীন।

এদিকে বিপিএলের মান নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি এবারের বিপিএলকে হ-য-ব-র-ল আখ্যা দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

এদিকে বিপিএল শুরুর আগের দিন সবাইকে চমকে দিয়ে ইয়াসির রাব্বিকে অধিনায়ক ঘোষণা করে খুলনা। তবে দলে আইকন খেলোয়াড় তামিম ইকবাল থাকা সত্ত্বেও ইয়াসিরকে অধিনায়ক করার পেছনে কারণও দেখিয়েছেন খুলনার ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা বেগম।

এবারের বিপিএল শুরু হওয়ার আগেই আরেকটি কারণে জৌলুস হারিয়েছে। আর তা হচ্ছে, এবারের বিপিএলে বড় তারকা ক্রিকেটার তেমন না থাকা। আবার অনেক বিদেশি খেলোয়াড় পুরো বিপিএল খেলতে পারবেন না। সব মিলিয়ে শুরুর আগে উৎসব উৎসব ভাবের আগে বইছে সমালোচনার হাওয়া। এককথায় অনিশ্চিত যাত্রার অপেক্ষায় এবারের বিপিএল।

ছয় দলের বিপিএলের সব কটি ম্যাচ ঘরে বসে টিভিতে দেখা যাবে। নাগরিক টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এবারের বিপিএল। পাশাপাশি বিপিএল ম্যাচগুলো বিনা মূল্যে সরাসরি দেখা যাবে দারাজ অ্যাপের মাধ্যমে। রাজধানী ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আর সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও হবে এবারের বিপিএল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button