পরিবেশ ও জীববৈচিত্র্য

পঞ্চগড়ে ৭ ফিট লম্বা অজগর উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে পঞ্চগড় বনবিভাগ। সাপটি লম্বায় সাত ফিট এবং ওজন ১০ কেজি।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগজ এলাকায় ভারতের সীমান্ত সংলগ্ন করতোয়া নদী থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ওই এলাকার আসাদ আলী নামে একজন পাথর শ্রমিক কাজ না থাকায় প্রতিদিনের মতো শেলক জাহিরুলকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। তখন নদীর পাশে সাপটিকে তারা দেখতে পান।

আসাদ বলেন, সাপটি পালানোর চেষ্টা করলে আমরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সাপটি উদ্ধার করি। পরে রাতে বাড়িতে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে এলাকায় খবর ছড়িয়ে পড়লে লোকজন ভিড় জমাতে শুরু করে। পরে সকালে নদীর পাড়ে নিয়ে গেলে দুপুরে পুলিশ ও বনবিভাগের লোকজন এসে সাপটিকে নিয়ে যায়।

বনবিভাগের পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারির প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, সাপটি সংরক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছে। সাপটি অজগর সাপের বাচ্চা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button