উপ-সম্পাদকীয়

একমাত্র মেয়র লিটন সাহেব পারবেন রামেকে কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু করতে

ডাঃ মাহফুজুর রহমান রাজ

আজ একটি সংবাদে দৃষ্টি আকর্ষিত হয়েছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পাঁচটি বিভাগ চালু হচ্ছে। এটা খুবই আনন্দের সংবাদ এবং নতুন কিছু যুক্ত হওয়া আমাদের রাজশাহী বিভাগ সহ খুলনা বিভাগের বেশ কিছু জেলার মানুষের জন্য চিকিৎসা ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে । যারা এই বিষয়টি নিয়ে কাজ করেছেন তাদের সকলকে ধন্যবাদ।

গত মেয়র নির্বাচনের সময় আমি আবেদন করেছিলাম একটি নতুন বিভাগের জন্য নতুন মেয়র মহোদয়ের কাছে ( সেটি এখানে যুক্ত হয়নি ), সেটি হচ্ছে কার্ডিয়াক সার্জারি বিভাগ । যে কোন কিছু উন্নয়ন ঘটাতে গেলে প্রাথমিক ভাবে যেটি চিন্তা করা হয় মানুষ সর্বোচ্চ উপকৃত হবে কি করলে ।

সেই বিবেচনায় মাননীয় মেয়র মহোদয় জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইকে বলেছিলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছুদিন ধরেই কার্ডিয়াক সার্জারি বিভাগ খুলে সেখানে ওপেন হার্ট সার্জারি সহ নানান সার্জারি অত্যন্ত কম খরচে , ৯৬ ভাগ সফলতা নিয়ে করে যাচ্ছে । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মান এমন কোন তফাৎ নেই । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে সমগ্র রাজশাহী বিভাগসহ খুলনা বিভাগের কুষ্টিয়া চুয়াডাঙ্গা মাগুরা ঝিনাইদহ যশোর ইত্যাদি এলাকার প্রচুর রোগী তাকিয়ে থাকেন ।

আশ্চর্যজনক হলেও সত্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ৬০ হাজার টাকায় ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে । সমগ্র উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষের দিকে তাকিয়ে , সমগ্র উত্তরবঙ্গের নেতা , আমাদের মেয়র মহোদয় কার্ডিয়াক সার্জারি বিভাগের সংযুক্তি কিভাবে করা যায় ভেবে দেখবেন এমন টাই আশা করে আসছি । এটা যে কত বড় একটা কাজ হবে তা কাজ শুরুর পরই সবাই বুঝতে পারবে । মানুষের ভালোবাসা , দোয়া , আর মহান সৃষ্টিকর্তা কর্তৃক রিওয়ার্ড , মাননীয় মেয়র মহোদয়ের অবর্তমানেও যতদিন পৃথিবী আছে চলতে থাকবে ।

যে পাঁচটি বিভাগ খোলা হয়েছে সেগুলোর বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশ হাতেগোনা কয়েকজন । কারণ এই বিষয়গুলোয় উচ্চশিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত। সার্জারি বিশেষজ্ঞ গণ এই বিভাগুলোর , রোগের চিকিৎসা গুলো সাধারণত দিয়ে থাকেন । সুনির্দিষ্ট বিভাগের বিশেষজ্ঞের স্বল্পতার জন্য আগামীতেও বহুবছর সার্জারি বিশেষজ্ঞগণ দিয়ে চালিয়ে যেতে হবে । সাধারণ মানুষের জন্য বাড়তি কোনো সুবিধা এই মুহূর্তে হবে বলে মনে হয় না ।

কিন্তু আমাদের দেশে হৃদরোগ অত্যন্ত বিপদজনক অবস্থায় আছে । প্রচুর রোগী । হাসপাতালে হৃদরোগ বিভাগে গেলে পা রাখার জায়গা পাওয়া যায় না । এর বেশিরভাগ রোগীর ই প্রয়োজন হয় সার্জারীর কিন্তু রোগী কে ঢাকা নিয়ে যাওয়ার সুযোগ, সামর্থ্য , সময় কতজন মানুষের আছে তা আমরা জানি।

মাননীয় মেয়র মহোদয়ের কাছে আবেদন জনগুরুত্বপূর্ণ ও জনগণের প্রত্যাশিত কার্ডিয়াক সার্জারি বিভাগ অবিলম্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করতে হবে । আমাদের দেশে এই মুহূর্তে যথেষ্টই কার্ডিয়াক সার্জন আছেন । আশা করি মাননীয় মেয়র মহোদয় একটি নতুন এবং আলোকিত দৃষ্টান্ত সৃষ্টি করবেন ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button