উপ-সম্পাদকীয়

সাবাই কি একই চাকুরী পরীক্ষায় বসবে

জাতীয় ঐক্যফ্রন্ট ৩৫ দফা নির্বাচনী ইশতিহার প্রকাশ করে নির্বাচনী ইশতেহার গণমাধ্যমে প্রকাশ করার পরে থেকে বিভিন্ন বিশিষ্টজনেরা পক্ষে ও বিপক্ষে মত দিয়েছেন। তারুণ্য নির্ভর কিছু অঙ্গিকার নামা যুক্ত করেছে। যেন একদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষে ভোট দেয়। এগুলোর মধ্যো উল্লেখযোগ্য গুলো হল: পুলিশ সামরিক বাহিনী বাদে সরকারি চাকুরিতে প্রবশের জন্য কোন বয়সসীমা থাকবে না। এই দফাটি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে এবং পক্ষে বিপক্ষে বহু মত প্রকাশ পেয়েছে।

আমারা মনে করি বাংলাদেশের প্রেক্ষপটে ৩৫ বছর করা যেতে পারে কিছু বয়সসীমা থাকবে না। এটা অবাস্তব ও কিছু অসংগত। কারণ বাংলাদেশের সামাজিক ও মানুষিক দৃষ্টিকোণ থেকে বয়সসীমা নির্দিষ্ট থাকাটাই যুক্তিযুক্ত এবং বাস্তব সম্মত, তা না হলে শিক্ষিত বেকার সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। দফাটি কার্যকর হলে বাবা -ছেলে- মা -মেয়ে সাবাই একই চাকুরীপরীক্ষায় বসবে এতে সামাজিক দৃষ্টিকোন থেকে বাঙালীকে হেয় করা হয়েছে বলে মনে করে। কট্ট্ররপন্থি সাংস্কৃতিক ও সংগঠনগুলো। বেকার সংখ্যা বৃদ্ধি মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়া কোনভাবে কাম্য নয়। অনগ্রসর ও প্রতিবন্ধী ছাড়া আর কারও জন্য কোটা থাকবে না।

এই দফাটি বর্তমানে জনপ্রিয় হলেও এখানে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য নির্দিষ্ট কোন সুযোগ সুবিধার কথা উল্লেখ করা যেত। এখনও অনেক মুক্তিযোদ্ধা পরিবার সাবলল্মবী হতে পারেনি এবং মুক্তিযোদ্ধাদের জন্য আমারা প্রিয় স্বদেশ বাংলাদেশ পেয়েছি।মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও তাদের অবমূল্যয়নের প্রতিফলন ঘটেছে এই দেশটিতে ৩০ বছরের বেশি শিক্ষত বেকারদের জন্য বেকার ভাতা চালুর জন্য কমিশন গঠন। এই দফা মনে হয় বেকারদের কিছুটা সুবিধা দিতে ইশতেহার এর চেয়ে নির্দিষ্ট দিক নির্দেশনা থাকা উচিত ছিল। যে কী ভাবে বেকারত্ব দূর করা যায়। বাংলাদেশের পেক্ষাপটে বেকার ভাতার চেয়ে অনেক গুরুপ্তপূর্ণ সামজিক নিরাপত্তাগুলো আজও উপেক্ষিত।

কিন্তু বেকারভাতা সংক্রান্ত কমিশন বন্টনে অনেকটা ইতিবাচক। পিএসসি জিএসসি পরীক্ষা বাতিল।এই দফাটিতে পিএসসি পরীক্ষার বাতিলের পক্ষে মত দিলেও জিএসসি পরীক্ষী চালু থাকার পক্ষে অনেকে কারণ জিএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকার কারণে নিম্নগ্রাডের চাকরি প্রার্থীদের সবনিম্ন ৮ম পাশে উল্লেখ থাকে এবং বিভিন্ন দেশে শ্রমিক পাঠাতে বেশ প্রয়োজনীয়। ডাকসুসহ ছাত্রসংসদ নির্বাচন নিশ্চিত। এটি খুবই প্রয়োজনীয় ও বাস্তব সম্মত দফা সুষ্ট সুন্দর সৎ ও গণতান্ত্রিক ছাত্র নেতেৃত্বে তৈরীতে ইতিবাচক হবে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল রাজনেতিক প্রভাবমুক্ত করে প্রশাসনের হাতে দেওয়া। বিশ্ববিদ্যালয়ে স্বমন্বিত ভর্তি পরীক্ষার পদ্ধতি চালু হবে। তরুণ ভোটার আকৃষ্ট করতে জাতীয় ঐক্যফ্রন্টের ৩৫ দফা ইশতেহার। উল্লেখিত, দফাগুলো আবেগ নির্ভর কিছুটা কাল্পনিক বলে মনে হয়। এই ইশতেহার বাস্তবায়ন বাংলাদেশের সামাজিক সংকট অনেক অংশ বাড়িয়ে দেবে বলে মত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।
লেখক, ইব্রাহিম আনোয়ার

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button