নারায়ণগঞ্জসারাবাংলা

টাকা নিয়ে ডিভাইডার পার করা সেই যুবক মইসহ আটক

জনপদ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই দিয়ে ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা সেই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক যুবকের নাম রবিউল (২৬)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার আলতাব হোসেনের ছেলে। রোববার (১৭ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফউদ্দিন।

তিনি বলেন, রবিউল বেআইনিভাবে মইয়ের মাধ্যমে মহাসড়ক পার করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছিল। গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে আমরা বিষয়টি জানতে পেরে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

প্রসঙ্গত, রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনের অংশে বাস থেকে নামা যাত্রীদের মইয়ের মাধ্যমে পার করছিলেন রবিউল। এর বিনিময়ে তিনি প্রতিজনের কাছ থেকে ৫ টাকা করে আদায় করছিলেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button