দিনাজপুরসারাবাংলা

বিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বিরামপুর: দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী রাত ১২ টায় ১ মিনিটে বিরামপুর উপজেলা প্রশাসন সহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, বিরামপুর থানা পুলিশ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও ২১ ফেব্রুয়ারী (বুধবার) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।

উপজেলা নির্বাহী নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে প্রশাসনিক আসমা বানুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় জাতীয় সংসদ শিবলী সাদিক এর পক্ষে পৌর মেয়র আক্কাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল মন্ডল উপজেলা মহিলা ভাইস উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button