Lead Newsটপ স্টোরিজসারাবাংলা

সুন্দরবনে আগুন: কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, টহল দিচ্ছে হেলিকপ্টার

জনপদ ডেস্ক: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের লতিফের সিলা এলাকায় আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বাগেরহাট, মোরেলগঞ্জ, মোংলা ও শরণখোলার ৫ টি ইউনিট আজ রবিবার সকাল ৭টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসকে সহযোগীতার জন্য কোষ্টগার্ড, নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। নৌবাহিনীর একটি হেলিকপ্টার বন এলাকায় টহল দিয়েছে। স্থানীয় দুই শতাদিক সাধারণ মানুষও আগুন নিয়ন্ত্রণের কাজে অংশগ্রহণ করেছে।

ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্স খুলনার উপ-পরিচালক মামুন মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করছেন। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী মো. নুরুল কবির, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিকুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, থানর ওসি মো. সামসুদ্দীন ঘটনাস্থলে রয়েছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button