সারাবাংলা

ঋণের বোঝা সইতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা

জনপদ ডেস্কঃ রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার একটি বাসা থেকে ইয়াসিন (২২) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ঋণের বোঝা সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে রিকশাচালক ইয়াসিন।

আজ শনিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়াসিনের বাবা আব্দুস সাত্তার বলেন, আমার ছেলে পেশায় অটোরিকশাচালক। ঋণগ্রস্ত ছিল। ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়েছে সে। পরে আমরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button