কুড়িগ্রামসারাবাংলা

ভূরুঙ্গামারীতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ অক্টোবর সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির সোনাহাট বিওপি এলাকার সীমান্ত পিলার ১০০৮ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেলওয়ে মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান, নারী ও শিশু পাচার বন্ধসহ সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন প্রকার স্থায়ী স্থাপনা নির্মাণ না করার বিষয়ে আলোচনা হয়।

সভায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে ভারতীয় বিএসএফের ১৯, ৩১ ও ৪৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুনীল শিবম, শ্রী অজয় কুমার সিং ও শ্রী জিতেন্দ্র গুপ্তা ভারতের ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম সীমান্ত সমন্বয় সভার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button