প্রবাসে বাংলাদেশ

সিডনিতে বাংলাদেশিদের ক্রিকেট বিশ্বকাপ উৎসব

জনপদ ডেস্ক: চলমান ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনার আমেজে সম্প্রতি ওয়েস্টার্ন সিডনিতে হয়ে গেলো দিনব্যাপী ক্রিকেট ফেস্ট। সিডনীতে বসবাসরত বাংলাদেশিদের ক্রীড়া সংগঠন ওয়েস্টার্ন সিডনি ক্রিকেট ক্লাবের উদ্যোগে রবিবার (২২ অক্টোবর) সেভেন হিলসে্র বেস্ট রোড ওভালে এক উৎসব মুখর পরিবেশে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় লোকাল বাংলাদেশ কমিউনিটির এক ঝাঁক ক্রিকেট পাগল মানুষরা।

পদ্মা, মেঘনা ও যমুনার নামে তিনটি দল রাউন্ড-রবীন লীগ ভিত্তিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। প্রতিটি দলে ছিল ১০ জন করে খেলোয়ার এবং প্রতি ইনিংসে ১২ ওভার করে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচটি ছিল পদ্মা ও মেঘনার মধ্যেকার। মেঘনা প্রথমে ব্যাট করে ১২ ওভারে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সানজিদ আহমেদ মাসুম আর শাহ আহসানের অনবদ্য ব্যাটিংয়ে শেষ ওভারের টান টান উত্তেজনায় জয় পায় পদ্মা। মাত্র চার রানের জন্য অর্ধ শতক থেকে বঞ্চিত হন মাছুম।

দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় যমুনা আর পদ্মা। যমুনার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় পদ্মার ইনিংস। পদ্মার হয়ে সর্ব্বোচ্চ রান তুলেন দলের অধিনায়ক শাহ আহসান। মেঘনার লাহেল শাফী রানা তার বাহাতি সুইং বোলিংয়ে মাত্র ১৩ রানে তুলে নেন ৪ উইকেট। ১০২ রানে জয়ের লক্ষ্যে নেমে খালিদ বিন কাদির আর শাকিল ভুঁইয়ার দূর্দান্ত মারমুখী ব্যাটিংয়ে মাত্র নয় ওভারেই জয় পায় যমুনা। দিনের শেষ খেলা হয় টিম মেঘনা আর যমুনার মধ্যে। প্রথমে ব্যাট করতে নামে যমুনা। আব্দুল হামিদ পিন্টু আর গোলাম সামদানী পুলকের আক্রমনাত্বক ব্যাটিংয়ে ১২ ওভার শেষে যমুনার সংগ্রহ দাঁড়ায় ১১৪। প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পাওয়া মেঘনার ব্যাটসম্যানরা শুরুতে উইকেট টিকিয়ে রেখে রান তোলায় মনোযোগী হন।

একপর্যায়ে উইকেটে থিতু হয়ে গেলে মেঘনার ব্যাটসম্যান হাসান সজীব আর মাজহারুল হক হাত খুলে মাঠের চারিদিকে দৃষ্টিনন্দন সব শট খেলেন। এরপরে ম্যাচ গড়ায় শেষ ওভারে। স্নায়ুচাপের এই শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় মেঘনার ক্যাপ্টেন মাসবাউল আলম পলাশ আর সাইফুজ্জামান মানিক। তিন দলের সব ম্যাচ শেষে এক জয় এক পরাজয় নিয়ে তিন দলেরই পয়েন্ট হয় সমান। শেষে নেট রানরেট বেশি থাকার কারণে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় যমুনাকে আর রানার্স আপ হয় মেঘনা।

ভোজন রসিক বাঙালিদের জন্য দিনব্যাপী চা/কফি আর রিফ্রেশমেন্টের ব্যবস্হা ছিল। তবে সবার কাছে অনেক আকর্ষণীয় আর মজাদার ছিল দুপুরের আয়োজনে রুটিহিলের মোহাম্মদ খালেদের কাচ্চি বিরিয়ানী। আর শেষে ছিল সেলিম আহমেদের বাসায় তৈরি স্পেশাল ছানার মিষ্টি। খাওয়া শেষে চ্যাম্পিয়ান আররানার্স-আপ দলকে ট্রফি বিতরণ করা হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শাহ আহসান আর সবচেয়ে বেশি উইকেট নেয়ার জন্য লাহেল শাফী রানাকে আয়োজকদের পক্ষ থেকে মেডেল দেওয়া হয়। পরিশেষে এতো সুন্দর উৎসবমুখর পরিবেশে ক্রিকেট ফেস্ট আয়োজনের জন্য স্পন্সর অ্যানুরেন্স হোমস আর আয়োজক ওয়েস্টার্ন সিডনি স্পোর্টস্ ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button