প্রবাসে বাংলাদেশ

মালদ্বীপে পানিতে ডুবে বাংলাদেশির মৃত্যু

জনপদ ডেস্ক: সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে মালদ্বীপপ্রবাসী মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) মালের পার্শ্ববর্তী দ্বীপ ভিলিগিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাইদুল ইসলামের দেশের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। মো. আলাউদ্দিনের বড় ছেলে বলে জানা যায়। পরিবারের সুখের আশায় সাইদুল ৮ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান।

জানা গেছে, সাইদুল ইসলাম মালদ্বীপে সমুদ্রের নিচে মাছ ধরতেন। প্রতিদিনের মতো গত সোমবার রাতে মাছ ধরার জন্য পানির নিচে গেলে, সময়মতো উঠে না আসায় চিন্তিত হয়ে পড়েন তার সহকর্মীরা।

পরে সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে ওপরে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ভিলিগিলি দ্বীপের হিমঘরে রাখা হয়েছে।

নিহতের বাবা সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button