রংপুরসারাবাংলা

জাপা নেতাদের কড়া ভাষায় কথা বলার সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী

জনপদ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাতীয় পার্টির কোনো কোনো নেতা বিএনপির থেকেও কড়া ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করছেন। জানি না কেন এ রকম করে কথা বলছেন তারা। তাদের এ রকম কড়া ভাষায় কথা বলার সুযোগ নেই। তারপরও তারা বলছেন। আমাদের আর বসে থাকলে চলবে না।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে ২০২২ সালে অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলদের সংবর্ধনা দেওয়া হয়।

দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা হয়তো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হেরেছি। তার মানে এই নয় রংপুরে আামাদের ভোট নেই। আমরা রাজনৈতিক কারণে কম্প্রোমাইজ করেছি, যার কারণে হয়তো এই ফল। সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের অর্ধেকেরও বেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আল্লাহকে হাজির নাজির করে আপনাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি না করে দ্বাদশ সংসদ নির্বাচনে সম্মিলিতভাবে রংপুরে এমপি নির্বাচিত করতে হবে। আমাদের এবার রংপুর সদর আসনে নৌকার এমপি করতেই হবে।

টিপু মুনশি বলেন, আজকে সারা পৃথিবীর কনসেপ্টে আমাদের অর্থনীতি, সার্বিক উন্নতির কারণে বিশ্বে রোল মডেল বাংলাদেশ। সারা পৃথিবী যখন আমাদের রোল মডেল বলছে ঠিক তখন বিএনপি রাজনৈতিক কারণে সমালোচনা করছে। তারা সমালোচনা করবেই। এটি মাথায় রেখে জনগণের কাছে আমাদের যেতে হবে। জনগণের কাছে যাওয়ার মতো কর্মকাণ্ড আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, এক সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী ছিল তা সবারই জানা। আমাদের অর্থনীতি এখন অনেক ভালো অবস্থায়। পাকিস্তানের অর্থনীতি এক সময় আমাদের থেকে ভালো ছিল। এখন আমাদের থেকে অনেক খারাপ অর্থনীতি পাকিস্তানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক করেছেন, এখনো করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে আবারও নৌকার জয় হবে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।

অনুষ্ঠানে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহানগর মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত ২৩ জন কাউন্সিলর ও রংপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য পারভীন আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button