রাজনীতি

যশোরে বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে ‘নাশকতার’ মামলা

জনপদ ডেস্ক: যশোর বিএনপির র্শীষ নেতাসহ ৪৭জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মামলা করেছে কোতোয়ালি থানা পুলিশ। এদের মধ্যে এজাহারভুক্ত ২২জন এবং আরো তিনজনসহ মোট ২৫জনগ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাদের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধারেরও দাবি করেছে পুলিশ।

আটক ২২জন হলেন, শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার শেখ মানিরুল করিম (৫৩), বারান্দী মোল্লাপাড়ার সাইদুর রহমান শাহিন (৪৫), পূর্ব বারান্দীপাড়ার অ্যাডভোকেট এসএম আব্দুর রাজ্জাক (৫৫), নীলগঞ্জ সাহাপাড়ার আব্দুর রব (৫৮), বারান্দীপাড়া বৌ বাজার এলাকার আব্দুল কাদের (৪০), পূর্ববারান্দী মালোপাড়ার তৌহিদুর রহমান (৪০), রাব্বি হোসেন (২০), শংকরপুরের তাইজুল ইসলাম তাজু (৬০), সিদ্দিকুর রহমান (৫৮), মনিরুজ্জামান মানু (৫৫), সদর উপজেলার মনোহরপুর গ্রামের দাউদ ইব্রাহিম (৫৫), সিরাজসিঙ্গা গ্রামের খালেকুজ্জামান (৫০), ভগবতীতলার হাফিজুর রহমান (৪৫), শাহাপুর আড়পাড়ার কাওছার আলী (৫৪), পাঁচবাড়িয়া গ্রামের মুন্না (৩৫), নওদা গ্রামের আবুল খায়ের (৫৮), পুরাতনকসবা এলাকার মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু (৫৬), রুপদিয়া পূর্বপাড়ার শাহিন রহমান (৪৫), জিরাট গ্রামের আব্দুল গণি (৬০), তেতুঁলিয়া গ্রামের মনিরুজ্জামান (৪৪), শহরের ওয়াপদা পূর্বপাড়ার মাহবুব হোসেন আপন (৪৫), সুজলপুর গ্রামের নিসার আলী (৬০), তেতুঁলিয়ার মহাসিন আলী (৩২) এবং জগমোহনপুর গ্রামের ফারুক হোসেন (৫৮)।

এছাড়া যাদের পলাতক দেখানো হয়েছে তারা হলো, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উপশহর ডি বøক এলাকার মিজানুর রহমান খান (৫৮), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু (৫৮), বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন খোকন (৫৫), নগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ (৫৫), সবাউলিয়া গ্রামের রবিউল ইসলাম (৫২), বালিয়া ভেকুটিয়া গ্রামের কাজী আজম (৫৫), চান্দুটিয়া দক্ষিণপাড়ার শফিয়ার রহমান (৫২), নারাঙ্গালীর ইদ্রিস আলী (৪৮), জেলা যুবদলে সভাপতি এম তমাল আহমেদ (৪৫), যুগ্ম সম্পাদক নাজমুল হাসান বাবুল (৪৩), ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর (৩৫), সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি (৩৫), আড়পাড়া গ্রামের আমিনুর রহমান মধু (৪৩), ঝুমঝুমপুরের জাহাঙ্গির হোসেন (৪৫), সুলতানপুরের আঞ্জারুল হক খান খোকন (৫৫), পূর্ববারান্দীপাড়া বৌ বাজার এলাকার তারেক হোসেন চুন্নু (৩৫), জিরাট গ্রামের এসএম আবু রাসেল (৩৫), রুপদিয়ার হাসানুর রহমান লিটু (৪০), নরেন্দ্রপুরের আতিয়ার দফাদার (৫৭), চাউলিয়ার সোহেল রানা তোতা (৪৫), চাউলিয়া গ্রামের বিএম গোলাম রসুল (২৫), নরেন্দ্রপুরের আজিম হোসেন মিন্টু (৪৫), ভেকুটিয়ার খাইরুল ইসলাম (৪৫), সিরাজুল ইসলাম (৫৫) এবং সুজলপুরের শামসু ওরফে ভাংড়ি শামছু (৪৫)।

কোতয়ালি থানায় দায়ের করা মামলায় এসআই জয়বালা উল্লেখ করেছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বৈধ সরকারকে উৎখাত, বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে শহরের পূর্ববারান্দীপাড়া শতদল পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা কর্মকান্ড ঘটানোর জন্য বিএনপির নেতাকর্মীরা হাতবোমা, লাঠি ও ইট পাটকেল নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৫ নেতাকর্মীকে আটক করেন। একই সাথে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, তিনটি কাঠের লাঠি ও পাঁচ টুকরা ইট উদ্ধার করা হয়। তারা সরকারকে উৎখাত করতে অন্তর্ঘাত মূলক ও নাশকতা কর্মকান্ড বেছে নিয়েছে। আটক ২৫জনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশ ২৫জন ছাড়াও শার্শা থানায় ছয়জন, বেনাপোল পোর্ট থানায় পাঁচজন, বাঘারপাড়ায় তিনজন, চৌগাছায় দুইজন, ঝিকরগাছায় দুইজন ও মণিরামপুর থানা পুলিশ একজনকে নাশকতার আলাদা পেন্ডিং মামলায় আটক করেছে পুলিশ। জেলায় শনিবার বিএনপির ৪৪ নেতাকর্মীকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button